হঠাৎ বুকে ব্যথা হলে প্রাথমিক চিকিৎসা।
হঠাৎ বুকে ব্যথা হলে প্রাথমিক চিকিৎসা।
হঠাৎ বুকে ব্যথা হলে প্রাথমিক চিকিৎসা। হঠাৎ বুকে ব্যথা হলে কি করবেন, তা জানতে আমাদের এই পোস্ট। বিস্তারিত পোস্টটি পড়ুন
হঠাৎ বুকে তীব্র ব্যাথা হলে আপনি কি করবেন। নানা কারণে বুকে ব্যাথা হতে পারে। সব ব্যথায় কিন্তু হার্টের ব্যথা না। কিন্তু হাঁটার ব্যাথা না বলে অবহেলা করারও সুযোগ নেই। সাধারণভাবে হাটের ব্যথাটা যে রকম হয়। সেটা বুকের ঠিক মাঝখানে শুরু হয়। এই ব্যাথাটা সাধারণত বাম দিকে হয় না। বুকের মাঝখানে একটা চাপ চাপ অনুভব হয়। মনে হবে কেউ যেন একজন চেপে ধরে রেখেছে। এবং নিশ্বাস নিতে কষ্ট হয়। মনে হয় যে আমি ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছি না। অনেকেই বলে যে আমার বুকে বান মেরে রেখেছে।
এরকম একটা অনুভব হয়। অনেকের এই ব্যথাটা বাম হাতেও আসতে পারে। অনেকের গলায় যেতে পারে ।পিঠের দিকে যেতে পারে। যদি এরকম কারো রোগ দেখা যায়, তাহলে অবশ্যই বুঝবেন যে আঠাটাকের দিকে তিনি যাচ্ছেন। এই সময় আপনার কি করা উচিত। এরকম দেখা দেওয়ার মানেই যেহেতু তিনি হার্ট অ্যাটাকের দিকে যাচ্ছেন। বাসায় যদি কারো ডিসপ্লিন ট্যাবলেট যেটা আমরা মাথা ব্যথার জন্য গুলে খাই।
সেটা আপনি যদি সাথে সাথে কে নেন তাহলে আপনার জন্য খুবই উপকার খুবই ভালো। আর সবচাইতে ভালো হচ্ছে নাইট্রো মিন নামের একটা স্প্রে আছে, এই স্প্রে টা যদি আপনি জিব্বার নিচে দুই চাপ দিয়ে দেন, সাথে সাথে ওনার বুকের ব্যথা চলে যাবে। উনি হাঁটাটাকে ভয় থেকে বেঁচে যাবে। এই স্প্রেটা অনেক নামেই বাজারে পাওয়া যায়। কাইন্ডলি আপনারা ডাক্তারের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে রাখবেন।
আর একটা কথা যার প্রেসারের রোগ আছে। যার হার্টের রোগ আছে, যার হার্ট অ্যাটাকের ভয় আছে। তিনি যেখানেই যান সাথে করে এই স্প্যাটা নিয়ে যাবেন সব সময়। তাহলে আপনার যখনই এরকম বুকে চাপ চাপ লাগবে, ভুল করে দিলেও কোন ক্ষতি হবে না। কিন্তু যদি প্রয়োজনের সময় নাইটো মিন স্প্রেটা না দেন, তাহলে আপনার বিপদ হতে পারে। তাহলে যাদের হাটের ব্যাথা বুকের ব্যথা হার্ট অ্যাটাকের সমস্যা হতে পারে, তাহলে তারা অবশ্যই স্প্রেটা সংগ্রহ করে রাখবেন। এবং নিকটস্থ একটি হাসপাতালে সাথে সাথে যোগাযোগ করবেন। আবার অনেকেরই আছে, মাংসের হাড়ে একটু ব্যাথা করে। চিনচিন করে ব্যাথা হয়।
এদিক ওদিক ঘুরলে ব্যাথা হয়। একটু জ্বালাপোড়া হয়। এগুলা আসলে হার্টের ব্যাথা না। বুকে ব্যাথা মানেই যে হাটের ব্যাথা তা কিন্তু না। আবার অনেকেই আছে বুকের মাঝখানে একটু জ্বালাপোড়া করে। কখনো কখনো কিন্তু এটাও হাটের রোগের কারণ হয়। তাই হার্টের রোগ হলে, গ্যাস্টিক মনে করে ঘরে বসে থাকবেন না।
থাকলে কিন্তু অনেক বড় বিপদ হতে পারে। সেক্ষেত্রে আপনার উচিত হবে, খুব তাড়াতাড়ি একজন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তারকে দেখানো এবং দেখিয়ে আপনার এই বুকের ভেতর কারণটা নির্ণয় করা। এবং উপরের যে কথাটা বলা হলো সেটা যদি মেনে চলেন হঠাৎ করে বুকে ব্যথা হলে আশা করা যায় যে আপনি বিপদমুক্ত থাকবেন।
সাধারণত কোন রোগের যদি বুকে ব্যথা হয়, এবং সাথে যদি অতিরিক্ত ঘাম হয়, সাধারণত যেভাবে আমাদের শরীল ঘামে, তার থেকে যদি বেশি হয়, এবং সাথে যদি বমি হয় এবং না হয়, তাহলে এই মুহূর্তে আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনাটা একটু বেশি। যেহেতু আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা টা একটু বেশি, সে ক্ষেত্রে আপনার নিকটস্থ হাসপাতাল অথবা আপনার কাছের ডাক্তারের সাথে জরুরীভাবে যোগাযোগ করবেন।
অবশ্যই মাথায় রাখবেন যে ডাক্তাররা আপনার কখনো ক্ষতি চাইবে না। ডাক্তারের সাথে যোগাযোগ করলে আপনার অনেক ধরনের পরীক্ষা করা হবে যেখানে আপনার হার্ট অ্যাটাকের সমস্যা আছে কিনা সেটা যাচাই করা হবে। যদি তাড়াশ এটা না করতে পারে তাহলে তাদের বড় ডাক্তার আছে তাদের সাথে আপনাকে যোগাযোগ করাবে।
তাই হঠাৎ বুকে ব্যথা হলে অতিরিক্ত ঘাম হলে কখনোই খেয়ালই করে ঘরে বসে থাকবেন না। আপনার নিকটস্থ কোন ডাক্তার অথবা সদর হাসপাতাল যেখানে আপনার খুব দ্রুত হও যাওয়া সম্ভব সেখানেই আপনি যাবেন। তাহলে আপনার বড় ধরনের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার সম্ভব।
আজকের পোস্টটি এ পর্যন্তই যদি আমাদের পোস্ট করে আপনি একটু হলে উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের অন্য পোস্টগুলো পড়তে পারেন। এবং আমাদের এই সাইটের সাথে কানেক্ট থাকতে পারেন। এ ধরনের আরো অনেক মেডিকেল রোগের গরুয়া চিকিৎসা দেওয়া আছে এই ওয়েবসাইটে। ধন্যবাদ সকল ভিউয়ার্সকে।
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url