রমজান মাসে ঔষধ কিভাবে খাবেন 2023
ঔষধ কিভাবে খাবেন ?
সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা । এই রমজান মাসে অনেক গর্ভবতী মায়েরা আছেন , ঔষধ কখন খাবেন একটু দুশ্চিন্তায় পড়ে যান । আমরা সাধারণত ঔষধ সকাল এবং রাতে খেয়ে থাকি ।তো আপনার সকালের যে মেডিসিন গুলো আছে । সেগুলো আপনি অনায়াসে সেহেরির সময় কে নিতে পারেন ।
যেমন ,প্রথমে সেহেরির খাবার খাবেন । ঔষধ যদি খাবার আগে থাকে তাহলে আগে খাবেন। যদি খাবার পরে থাকে তাহলে পরে খাবেন ।
দুপুরের ঔষধ যেভাবে খাবেন ?
আর দুপুর বেলা যে মেডিসিনগুলো থাকে । সাধারণত দু-একটা থাকতে পারে । তবে ডাক্তাররা চেষ্টা করে রমজান মাসে দুই বেলা ওষুধ দেওয়ার জন্য ।
তো দুপুরে যদি কোন মেডিসিন থাকে সে মেডিসিন গুলো আপনি রাতের কাভারের সাথে খেয়ে নিতে পারেন ।
তার মানে হচ্ছে সেহেরী এবং ইফতারের মাঝে যে সময়টা সেই সময় টার মধ্যে আপনি দুপুরে যে মেডিসিনটা আছে সেটা খেয়ে নিতে পারেন ।
যদি খাবারের পরে থাকে তাহলে ইফতারের পরে কে নিতে পারেন ।
যদি খাবারের আগে থাকে তাহলে ইফতারের আগে খেয়ে নিবেন ।
আপনার ডায়াবেটিস ব্লাড প্রেসার যদি থেকে থাকে তাহলে অবশ্যই নিয়মিত চেকআপ করাবেন ।
এবং নিয়মিত আপনার নিজস্ব ডাক্তারের সাথে যোগাযোগ রাখবেন ।
রমজান মাস সবার জীবনে রহমত নিয়ে আসুক ।
এবং নিয়মিত আপনার নিজস্ব ডাক্তারের সাথে যোগাযোগ রাখবেন ।
রমজান মাস সবার জীবনে রহমত নিয়ে আসুক ।
এই প্রত্যাশায় আল্লাহাফেজ ।
➤ Follow Me on Instagram-
https://www.instagram.com/akshohel
➤ Follow Me on Twitter-
https://twitter.com/akshohel
➤ Follow Me on facebook-
https://facebook.com/BisherGhor
Enjoy and stay connected with us !!
✔️Follow my web site: Stay updated!
সঙ্গে থাকুন
======== Please See All my Latest Post & =========
comments and Share